বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঘায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও অলিম্পিয়াড মেলার উদ্বোধন

বাঘায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও অলিম্পিয়াড মেলার উদ্বোধন

৬৮ Views
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ২দিন ব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও নবম জাতীয় অলিম্পিয়াড মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারী) সকালে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বেলুন উড়ানো এবং ফিতা কাটার মধ্যদিয়ে এ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
জানা যায়, বিজ্ঞান বিষয়ে মনোযোগী ও উদ্ভাবনী মেধা বিকাশে শিক্ষার্থীদের আকৃষ্ট করার লক্ষে উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ২দিন ব্যাপী এ মেলার আয়োজন করেছেন বাঘা উপজেলা প্রশাসন। এ মেলায় ৩৫টি মাধ্যমিক এবং ৪টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নিজ-নিজ স্টলে বিজ্ঞান বিষয়ে ডিসপ্লে প্রদর্শন করছেন। এ সমস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ের উপরে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছেন মেলা কর্তৃপক্ষ।
সোমবার সকাল ১১ টায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন মঞ্চে বক্তব্য রাখেন, মেলা কমিটির সভাপতি ও বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি)সাবিহা সুলকানা ডলি, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম মাহমুদুল হাসান প্রমুখ।
আয়োজিত মেলায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, সুখি সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে উন্নত এবং স্মার্ট শিক্ষার কোন বিকল্প নাই। বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান। কোনকিছু সৃষ্টি করতে হলে আলাদা ভাবে চিন্তা করতে হবে।“নিউটন’’ এর নাম সকলের জানা। কারণ তিনি সাধারণ মানুষ ছিলেন না! আমি চাই আমাদের প্রত্যেক শিক্ষার্থী নিউটন হয়ে গড়ে উঠুক এবং তারা তাদের উদ্ভাবনী মেধা দিয়ে দেশ ও জাতির উদ্দেশ্যে প্রযুক্তি নির্ভর নতুন কিছু আবিষ্কার করুক।
Share This