বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাটোরে অগ্নি সংযোগ ও লুটপাট মামলায় খালাস বিএনপি নেতা দুলু

নাটোরে অগ্নি সংযোগ ও লুটপাট মামলায় খালাস বিএনপি নেতা দুলু

Views

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা রামশাকাজীপুরে ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারী ১৮টি বাড়িতে অগ্নি সংযোগ ও লুটপাট মামলায় দন্ডপ্রাপ্ত আসামী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ সকল আসামীদের খালাস প্রদান করেছেন আদালত। আজ বেলা ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এ রায় প্রদান করেন।

আদালত সুত্রে জানা যায়, ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারী ১৮টি বাড়িতে অগ্নি সংযোগ ও লুটপাটের অভিযোগে একই এলাকার আনিছুর শাহের ছেলে আসাদুজ্জামান আসাদ নলডাঙ্গা থানায় বাদি হয়ে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১০৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় ৪৩৬ ধারায় অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৯৪ জনকে ২০০৭ সালের ৬ আগস্ট ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা আদেশ দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রওনক মাহমুদ।

মামলায় দন্ডপ্রাপ্ত হয়ে ২০০৭ সালের ৬ আগস্ট জেলা ও দায়রা জজ আদালতে আপীল করেন দন্ডপ্রাপ্ত আসামী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলসহ ৩০ জন।

আসামী পক্ষের আইনজীবি শরিফুল ইসলাম মুক্তা জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক নিস্পত্তি কৃত মামলার আপীল শুনানী শেষে আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক দন্ডপ্রাপ্ত সকল আসামীদের খালাস প্রদান করেছেন। এমন রায়ে আইনের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে বলে মনে করেন এই আইনজীবি।
সিংক- শরিফুল হক মুক্তা , আসামী পক্ষের আইনজীবী।

Share This

COMMENTS