বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ২

সিরাজগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ২

Views
 সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে মহাসড়কে  ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্যকে আটক করেছে পুলিশ।
(১৫ জানুয়ারী ) ভোর রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার মুলিবাড়ী থেকে’সিরাজগঞ্জ সদর থানার পূর্ব মোহনপুর গ্রামের রহম আলীর ছেলে মোঃ বাবু (৩৫), আব্দুল কুদ্দুস এর ছেলে মোঃ আবু সিদ্দিক (৩০) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি ধাঁরালো হাসুয়া,১টি চাকু,১টি প্লাস্টিকের হাতলযুক্ত খুর, একটি  চাইনিস কুড়াল সাদৃশ্য দেশীয় অস্ত্র, এবং ১টি ৩০ ইঞ্চি লোহার রড উদ্ধার করা হয়। বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা: আনারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সাংবাদের ভিত্তিতে জানতে পারি মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একটি গ্রুপ। এমন খবর পেয়ে তাৎক্ষনিক সঙ্গীয় ফোর্স নিয়ে মুলাবাড়ী আন্ডারপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মহাসড়কে ছিনতাই ডাকাতি রোধে পুলিশের তৎপরতা অব্যহত থাকবে। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা করে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Share This

COMMENTS