নাচোলে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
মোঃ ইব্রাহীম স্টাফ রিপোটার-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ^ময়”-এ প্রতিপাদ্যকে উপজীব্য করে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের খেলার মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের ২০টি স্টলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, সামাজসেবা অফিসার সোহেল রানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দীন খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ ও নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মেলায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হয়।