শনিবার- ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

যশোরের শার্শায় সুসমাজ ফাউন্ডেশনের উদ্যোগে বিশ^ মানবপাচার প্রতিরোধ দিবস-২০২২ অনুষ্ঠিত

যশোরের শার্শায় সুসমাজ ফাউন্ডেশনের উদ্যোগে বিশ^ মানবপাচার প্রতিরোধ দিবস-২০২২ অনুষ্ঠিত

শার্শা(যশোর) সংবাদদাতা: যশোরের শার্শায় সুসমাজ ফাউন্ডেশনের উদ্যোগে বিশ^ মানবপাচার প্রতিরোধ দিবস-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গেøাবাল ফান্ড ফর চিলড্রেন এর অর্থায়ানে টেকনোলজীর ব্যাবহার এবং অপব্যাবহার ও মানবপাচার প্রতিরোধ কল্পে রবিবার সকাল ১১ টায় সুসমাজ ফাউন্ডেশনের অফিস চত্বরে জনসচেতনতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শার্শা ইউপি চেয়ারম্যান কবির উদ্দীন আহম্মদ তোতার সভাপতিতে অনুিষ্ঠত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য নুরজাহান (রিনা খাতুন), সুসাজ ফাউন্ডেশন এর নির্বাহি পরিচালক এন,এন,এম মুজিবুদ্দৌলা সরদার কনক। প্রধান অতিধি তার বক্তব্যে বলেন পারিবারিক ও সামাজিক অবক্ষয়ের প্রধান কারন এন্ড্রয়েড স্মার্ট ফোন। পরিবারের প্রধান যখন তার সন্তানের হাতে চাহিবা মাত্র স্মার্ট ফোন তুলে দিচ্ছে তখনই সে দুষ্টু লোকদের সাথে মিশে যাচ্ছে এবং লোভনীয় অফার ও তার আকর্ষনে ঐ সমাজে শিশুরা পাচারের ঝুকিতে পড়ে যাচ্ছে। বৃহৎ অবৈধ ব্যাবসার মধ্যে মানব পাচার অন্যতম। প্রতেকটি পরিবারে পাচার প্রতিরোধ বিষয়ে সচেতন থাকতে হবে। তা নাহলে আমার প্রতিটি পরিবারকে পাচারের ঝুকিতে থাকতে হবে। পাচারের ভয়াবহতা, পাচারের কৌশল ও পাচার কারিদের তৎপরতা সর্ম্পকে বক্তারা আলোচনা করেন। আলোচনা শেষে র‌্যালি অনুষ্ঠিত হয়।

৩০ বার ভিউ হয়েছে
0Shares