সাংবাদিকদের মাধ্যমে দেশের উন্নয়ন চিত্র ফুটে উঠে : এমপি এনামুল হক

সাংবাদিকদের মাধ্যমে দেশের উন্নয়ন চিত্র ফুটে উঠে : এমপি এনামুল হক

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, সংবাদপত্র ও সাংবাদিকতার মাধ্যমে দেশের সার্বিক অগ্রগতি ও কল্যাণে ভূমিকা রাখতে পারে। সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা, সব ভালো-মন্দ দিক তারা তুলে ধরেন। সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। সাংবাদিকদের মাধ্যমে দেশের উন্নয়ন চিত্র ফুটে উঠে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে, রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের উদ্যেগে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,সাংবাদিকদের মাধ্যমেই দেশের আপামর জনগণ প্রকৃত তথ্য পেয়ে থাকে। দেশের উন্নয়নের গতি তরান্বিত করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। শুধু সমালোচনা নয় দেশের জন্য উন্নয়নও তুলে ধরতে হবে সাংবাদিকদের।বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হেলাল উদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সাংবাদিক আফাজ্জল হোসেন, ইফসুফ আলী, মাহফুজুর রহমান প্রিন্স, রাশেদুল হক ফিরোজ,আকবর আলী,মমিনুল হক সবুজ, নাজিম হাসান, জিল্লুর রহমান দুখু,নুর কুতুবুুল আলম, রতন কুমার, ফারুক আহম্মেদ, আব্দুল মতিন, আবু বকর সুজন, শামীম রেজা,আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষকলীগের সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু প্রমুখ।

২৭ বার ভিউ হয়েছে
0Shares