শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেয়র মোস্তফার পবিত্র হজ্ব গমন উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

মেয়র মোস্তফার পবিত্র হজ্ব গমন উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার ॥ জাতীয পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও  রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার পবিত্র হজ্ব গমন উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা উম্মে ফাতেমা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবু তালেব সরকার, নির্বাহী প্রকৌশলী মোঃ আজম আলী, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহামুদ হাসান মৃর্ধা, প্যানেল মেয়র সামসুল হক, আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু, কাউন্সিলর তৌহিদুল ইসলাম, মাহাবুবর রহমান মঞ্জু, সেকেন্দার আলী, হারুন অর রশিদ, মিজানুর রহমান মিজু, ফজলে এলাহী ফুলু, নুরুন্নবী ফুলু, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম ফুলু, নজরুল ইসলাম দেওয়ানী, রফিকুল ইসলাম, মুক্তা হোসেন, রহমতুল্ল্যা বাবলা, মুনতাসীর শামিম লাইকো, মনোয়ার হোসেন লেবু, শফিকুল ইসলাম মিঠু, ফেরদৌসী বেগম, হাসনা বানু, মনোয়ারা সুলতানা মলি, প্রশাসনিক কর্মকর্তা নাঈম উল হক, প্রধান হিসেব রক্ষক কর্মকর্তা হাবিবুর রহমান, রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম বাবলু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর শান্তসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
 এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন  সদর জামে মসজিদের খতিব মাও. মোঃ মাহামুদুর রহমান।
২৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS