বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সৈয়দপুরে জাতীয় পরিচয়পত্র নম্বর জাল করে জমি রেজিষ্ট্রি থানায় ডায়েরি

সৈয়দপুরে জাতীয় পরিচয়পত্র নম্বর জাল করে জমি রেজিষ্ট্রি থানায় ডায়েরি

দুলাল সরকার (সৈয়দপুর-নীলফামারী) প্রতিনিধি ; সৈয়দপুর উপজেলার আতিয়ার কলোনীর এলাকার ডা. শাহান রোড সংলগ্ন নিবাসী মোঃ আজিজুল হক (৫৮) নামের এক চামড়া ব্যবসায়ী জাতীয় পরিচয়পত্র নম্বর জালিয়াতির মাধ্যমে জমি রেজিষ্ট্রি করেছেন কতিপয় ব্যক্তি। এ নিয়ে ভ‚ক্তভোগী সৈয়দপুর থানায় সাধারণ ডায়েরী করেন।

গত ২৮ মে ইং তারিখে ওই ব্যক্তির স্বাক্ষরিত সাধারণ ডায়েরীতে দু’জনকে বিবাদী করে উক্ত সাধারণ ডায়েরী করা হয়েছে। তারা হলেন একই এলাকার যথাক্রমে ১) মোঃ আতিস (৪০), পিতা ঃ মৃত ইয়াকুব, ২) স্থানীয় কাউন্সিলর মোঃ জোবায়দুল হক মিন্টু (৫২), পিতা ঃ মৃত বসির উদ্দিন। তিনি সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন, সাবেক স্থানীয় কাউন্সিলর রাজু আহমেদের নিকট জানতে পেরে, গত ০৫ মার্চ শনিবার সন্ধ্যায় ভ‚ক্তভোগী আজিজুল হকের জাতীয় পরিচয় পত্র নম্বর-২৬৭৩৬৬৩৮৮৫ এই নাম্বার ব্যবহার করে অভিযুক্ত আতিস তার নিজ নাম ও ছবি ব্যবহার করিয়া অন্যের জমিতে ভ‚য়া ওয়ারিশন সার্টিফিকেট দেখিয়ে, রেজিষ্ট্রি করায় অভিযুক্ত স্থানীয় কাউন্সিলর মিন্টুকে বলিলে, কাউন্সিলর মিন্টু আজিজুল হককে কোন কর্ণপাত না করায়, ওই ভূক্তভোগী আজিজুল সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন, যার নং-১৯১৩ তাং-২৮/০৫/২০২২ ইং। অপরদিকে এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর মিন্টুর সাথে কথা হলে তিনি বলেন, আমি বিষয়টি জানতে পেরে সংশোধনের জন্য আবেদন করি।

১৭১ বার ভিউ হয়েছে
0Shares