শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঝিনাইদহে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে সহকারী পরিদর্শকসহ আহত ৪

ঝিনাইদহে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে সহকারী পরিদর্শকসহ আহত ৪

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহ পৌরসভার উত্তর কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে আশিকুর রহমান রবু নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ। সোমবার (৬ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটকের পর তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ উত্তর কাঞ্চনপুর এলাকায় দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ। এসময় আশিকুর রহমান রবুকে চার পিস ইয়াবাসহ আটক করা হয়। রবু উত্তর কাঞ্চনপুর এলাকার মৃত কুটি মিয়ার ছেলে। তিনি আরো জানান, রবুকে ইয়াবাসহ আটক করে নিয়ে আসার সময় তার সাঙ্গপাঙ্গরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন সহকারী পরিদর্শকসহ চারজন আহত হন। আটক রবুর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছিল।

৯৭ বার ভিউ হয়েছে
0Shares