ফুলবাড়ীতে জাল দলিল সৃষ্টিকারীদের বিরুদ্ধে আদালতে মামলা
ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ; দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জাল দলিল সৃষ্টিকারীদের বিরুদ্ধে ভূমি অপরাধ আইনে আদালতে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের। ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির খাজাপুর পশ্চিম পাড়া গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমান দুলাল এর স্ত্রী মোছাঃ ফাতেমা রহমান (৩৫) এর গত ১৫/০৯/২০২৪ইং তারিখে দিনাজপুর সিনিয়র জুডিসিয়ালম ম্যাজিস্ট্রেট আমলী আদালত ফুলবাড়ীতে দায়েরকৃত মামলা সূত্রে জানান যায়, মোঃ দুলাল হোসেন ওরফে দুলাল পিতা মৃত ভোমা জালাল সাং খাজাপুর ডাকঘর: খাজাপুর, একরামুল হক পিতা মৃত আজি মুদ্দীন, মোঃ নাসিমা খানম স্বামী মোঃ একরামুল হক উভয়ের সাং-পূর্ব কাঁটাবাড়ী ফুলবাড়ী দিনাজপুর, মেরি পাওলা সনের স্বামী: মৃত মোহন সনের সাং-রাঙ্গামাটি ফুলবাড়ী দিনাজপুর গংরা ০৩/০৮/২০২৬, ০৩/০২/২০২১, ১০/০৭/২০২১, ০৮/০২/২০২২ ও ০২/০৯/২০২৪ইং তারিখে দুপুর দুই ঘটিকায় ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস ও উপজেলা সহকারী সেটেলমেন্ট কার্যালয় এবং ফুলবাড়ী সাব রেজিষ্ট্রী অফিসে জমি সংক্রান্ত বিষয়ে ভূমি আইন অপরাধ হিসাবে কাগজপত্র তৈরি করেন। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৪(২)/৫(২)/৬/৭(৩) ধারা ও দন্ডবিধির ৪২০/৪৬৭/৪৮৭/৪৭১/৩৪ ধারায় ও অন্যান্য প্রাসঙ্গিক ধারাই ধারার অধিন অপরাধ। উল্লেখিত ব্যক্তিরা দলভূক্ত পরষ্পর যোগ সাজোসে জাল দলিল সৃষ্টি অপরের সম্পত্তি দাবীকারী ও অপরাধ কারী ব্যক্তি। ফুলবাড়ী উপজেলার বুলিহারপুর মৌজার জেএল নং-৪৩, খতিয়ান নং-সি.এস-৫১, এসএ-৫৭, আরএসবিএস-০৭, দাগনং-৩২২, ৩২৩, ০৭, জমির পরিমান: ১ একর ১৯ শতকের মধ্যে ৯২ শতক, ১৯ শতকের মধ্যে ১৪ শতক সর্ব মোট: ১ একর ৬ শতক। জমির তফসিল বর্ণিত সম্পত্তি সিএস রেকডীয় মালিক ফেলানী বর্মন ও তার বোন মোহনী বর্মনী। মোহনী বর্মনী অবিবাতি ও নিস্বন্তান অস্থায় মৃত্যু বরণ করিলে তাহার একমাত্র ওয়ারিশ হিসাবে বোন ফেলানী বর্মনী সমুদয় সম্পত্তির মালিকানা অর্জন করেন। এই ভাবে ফেলানী বর্মনী উক্ত সম্পত্তি ভোগদখর করা অবস্থায় একমাত্র ওয়ারিশ পুত্র জোনাকু বর্মনকে ওয়ারিশ রাখিয়া মৃত্যুবরণ করেন। তার মায়ের ত্যাক্ত সম্পত্তি প্রাপ্ত হয়ে ভোগদখল কালীন দুই পুত্র হরিমোহন ও কুঞ্জলাল দয়কে ওয়ারিশ রেখে মৃত্যু বরণ করেন। উত্তরাধিকার সূত্রে উক্ত সম্পত্তির মালিক ও স্বত্তাধীকারীগণ । ঐ সম্পত্তি ভোগদখল কালীন পুত্র গোপালকে ওয়ারিশ রেখে মৃতু বরণ করেন। ভোগদখল করা অবস্থায় স্বাক্ষী হিসাবে মোঃ মোস্তাফিজুর রহমান দুলাল কে আমমোক্তার নিযুক্ত করেন। সেই সম্পত্তি সংরক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব প্রাপ্ত হয়ে ক্ষমতাবলে হেপাবিল এওয়াজ দলিল মূলে হস্তান্তর করলে উক্ত সম্পত্তি ভোগদখল করে আসছেন। দিনাজপুর জোনাল স্যাটেলমেন্ট মিসকেস ১৯৪/২০২৩ নম্বর মোকদ্দমা আনায়ন করলে মোকদ্দমা শুনানী অন্তে গত ১২/০৪/২০২৩ইং তারিখে মোহন সরেনের নামে ডিপি১৮৯নং খতিয়ান কর্তন করেন। ফুলবাড়ী সাব রেজিষ্ট্রি অফিসের বালাম ভলিয়ম ও রেজিষ্ট্রার না থাকায় সুযোগ বুঝে উক্ত সম্পত্তি কুক্ষিগত কার উদ্দেশ্য একেরপর এক জাল দলিল সৃষ্টি করে আসছে। ঐ সময় ফুলবাড়ী সাব রেজিষ্ট্রার অফিস পুড়িয়ে দেন। এই ঘটানায় মোছাঃ ফাতেমা রহমান জাল দলীল সৃষ্টিকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যাহার মামলা নং-২১৪/২০২৪। তারিখ: ১৫/০৯/২০২৪ইং। ইতিমধ্যে তারা যে দলিল জাল করেছেন, তা জাল দলিল বলে প্রমানিত হয়েছে। এ ব্যাপারে ফাতেমা রহমান জাল দলীল সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আদালতের আশ্রয় নিয়েছেন।