বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠি নলছিটিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ঝালকাঠি নলছিটিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি: ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার টিএনটি সড়কে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন।

রবিবার সকাল ৫ টায় দুই ভাইয়ের সংঘর্ষে ছোট ভাই মারক্ত জখম হলে এলাকাবাসী উদ্ধার করে বরিশাল মেডিকেলে নেওয়ায় পথে মৃত্যু হয়।

নিহত মেশকাত( ২৫) শহরের টিএন্ডটি সড়কের মৃত সাবেক ব্যাংক কর্মকর্তার ছোট ছেলে নিহত মেশকাত ছাত্রলীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন । তারা তিন ভাই তিন বোন।

স্থানীয়রা জানান শনিবার রাতে ছোট ভাই ও মেজ ভাইয়ের মধ্যে টাকা পয়সা নিয়ে তুমুল ঝগড়া হয়। এরই রেশ ধরে খুব সকালে দুই ভাইয়ের মধ্যে দাও দিয়ে একে অপরের উপর হামলা করে । হামলায় ছোট ভাই মারাত্মক জখম হয় । হামলাকারী মেজ ভাই মেহেদী তালুকদার নলছিটি থানায় আত্মসমর্পণ করেছেন।

এব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু: আতাউর রহমান জানান, ঘাতক ও নিহত তাদের উভয়ের পিতার নাম মৃত- আমির আলী তালুকদার তিনি একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন । তাদের গ্রামের বাড়ী সূর্য্যাপাশায় হলেও তারা স্বপরিবারে উপজেলার টিএন্ডটি সড়কে অবস্থিত নিজেদের বাড়ীতে বসবাস করতেন।

২৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS