শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফুলবাড়ী পৌরসভার ৩৯ কোটি ৮৯ লক্ষ ৯৪ হাজার ৫৩৬ টাকার বাজেট ঘোষণা

ফুলবাড়ী পৌরসভার ৩৯ কোটি ৮৯ লক্ষ ৯৪ হাজার ৫৩৬ টাকার বাজেট ঘোষণা

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৪-২৫ অর্থ-বছরে ৩৯ কোটি ৮৯ লক্ষ ৯৪ হাজার ৫৩৬ টাকার বাজেট ঘোষণা করেন ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ¦ মাহমুদ আলম লিটন।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী পৌরসভা মিলনায়তনে ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেট ও ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। ২০২৪-২৫ অর্থ বছরে নতুন কোন কর আরোপ না করে এই বাজেট ঘোষণা করেন। বাজেট পেশ করেন ফুলবাড়ী পৌরসভার সহকারী হিসাবরক্ষক ও (ভারপ্রাপ্ত) মোঃ সাজেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার নির্বাহী কমকর্তা সৈয়দ মোহাম্মদ আলী, নির্বাহী প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র কাউন্সিলর মোঃ মামুনুর রশীদ চৌধুরী, পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, মোঃ আতাউর রহমান, মোঃ আব্দুল মজিদ, মোঃ মাজেদুর রহমান, শ্রী হারান দত্ত, মহিলা কাউন্সিলর মোছাঃ তঞ্জুয়ারা, মোছাঃ বাবলী আরা, মোছাঃ রেবেকা সুলতানা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণার অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভার জন্ম নিবন্ধন বিভাগের দায়িত্বে মোঃ আশরাফ পারভেজ। আয়োজনে ছিলেন ফুলবাড়ী পৌরসভা।

২৩ বার ভিউ হয়েছে
0Shares