শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বীরগঞ্জে বিষধর সাপের কামড়ে গৃহবধূ’র মৃত্যু

বীরগঞ্জে বিষধর সাপের কামড়ে গৃহবধূ’র মৃত্যু

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:  :  দিনাজপুরের বিরলে বিষধর সাপের কামড়ে গৃহবধূ’র মৃত্যু হয়েছে।সোমবার (২৪ জুন) রাতে বিরল উপজেলার১২ নং রাজারামপুর ইউপির ঘনপাড়া কানাইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত গৃহবধূর নাম মোছা: আশা মনি  (২০), তিনি ওই গ্রামের সাব্বির হোসেনের স্ত্রী।বীরগঞ্জ থানা সূত্রে জানা গেছে , সোমবার রাতে নিজ বাড়িতে আশা মনিকে বিষাক্ত সাপ কামড় দেয়। এতে তার শরীরে সাপের বিষ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বীরগঞ্জ পৌরসভার মাকড়াই গ্রামের আব্দুল আজিজের মেয়ে আশা মনির একবছর পূর্বে বিরল উপজেলার ১২ নং রাজারামপুর ইউপির ঘনপাড়া কানাইবাড়ি গ্রামে মৃত আব্দুল কুদ্দুস এর ছেলে সাব্বির হোসেনের সাথে বিবাহ হয়। গৃহবধুর লাশ বীরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের মাকড়াই গ্রামে আব্দুল আজিজ এর বাড়িতে নিয়ে আসে। বীরগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরাতল এরির্পোট তৈরি করে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান ঘটনার নিশ্চিত করে জানান, ‘ পায়ে দাগ দেখে বোঝা গেছে তাকে বিষধর সাপে দংশন করেছে। তবে, কি সাপ কামড় দিয়েছে,তা বলা সম্ভব হয়।’ তবে এ সংক্রান্তে বিরল থানায় যোগাযোগ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS