শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে ধানখেত থেকে যুবকের মরদহ উদ্ধার

পার্বতীপুরে ধানখেত থেকে যুবকের মরদহ উদ্ধার

পার্বতীপুর (দিনাজপুর) থেকে মোঃ মিজানুর রহমান মিজান  : দিনাজপুরের পার্বতীপুরে মানিক (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা সংলগ্ন পার্বতীপুর-সৈয়দপুর  রেল লাইনের পাশের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী রাসেল হক জানান, সকালে কয়েকজন বন্ধু রেল লাইন  দিয়ে পার্বতীপুরে স্টেশনের দিকে যাচ্ছিলো।  পথিমধ্যে রেল লাইনের ওপর একটি জুতা দেখতে পান। পাশের ধান খেতে উপর হয়ে শুয়ে থাকা অবস্থায় একটি লাশ দেখতে পায়। পরে ৯৯৯ এ কল পেয়ে তার লাশ উদ্ধার করা পুলিশ। এঘটনায় ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান,  পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত, রেল থানার ওসি নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত মানিক পার্শ্ববর্তী  সৈয়দপুর উপজেলার হাতিখানা ক্যাম্পের ইদ্রিস আলীর পুত্র।নিহতের বোন শিল্পী বানু বলেন, তার ভাই মাস তিনেক আগে বিয়ে করেন। তবে স্ত্রীর সাথে তার বিয়ের পর থেকেই ঝামেলা চলে আসছিলো।  গতকাল দুপুরে মানিক বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোজ হয়।পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত বলেন,  সকাল সাড়ে ১০ টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

৫৭ বার ভিউ হয়েছে
0Shares