শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সুবর্নচরে মহিষ দেখতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সুবর্নচরে মহিষ দেখতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে মাঠে মহিষ দেখতে গিয়ে বজ্রপাতে মোঃ চৌধুরী মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।   বুধবার (১৯ জুন) ভোর ৬টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে এই ঘটনা ঘটে।

  নিহত চৌধুরী মিয়া উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চর আমিনুল হক গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন এবং ৬ সন্তানের জনক ছিলেন।

 স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মোঃ হাজী আবুল কাশেম তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, চৌধুরী মিয়া বাড়িতে ফজরের নামাজ পড়েন এরপর জমিতে তার মহিষ দেখতে যায়। মহিষ দেখতে গিয়ে বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়া তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের নিকট নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাউছার আলম ভ‚ঁইয়া বলেন, বজ্রপাতে এক ব্যক্তি মারা গেছেন বলে শুনেছি। তবে বিষয়টি কেউ থানায় অবহিত করেনি।

১১ বার ভিউ হয়েছে
0Shares