বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বগুড়ার কাহালুতে ২৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ব্রাজিলকে কুপিয়ে হত্যা।।

বগুড়ার কাহালুতে ২৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ব্রাজিলকে কুপিয়ে হত্যা।।

মোঃ হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার।।

শনিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ার কাহালুতে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ব্রাজিল (২৬) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াবাড়ি এলাকায় তালুকদার পাড়া রাস্তার মোড়ে সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় ব্রাজিল মোটরসাইকেল নিয়ে উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়ায় তাঁর নিজ গ্রামে ফিরছিলেন। আগে থেকেই ঐ রাস্তার পাশে ঔঁত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এসময় মোটরসাইকেলে থাকা অপর সঙ্গী সন্ত্রাসীদের হামলায় পালিয়ে যায়। কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, আধিপত্য বিস্তার সহ পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। সে পুলিশের তালিকা ভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে অস্ত্র, মাদক, অপহরণ, ছিনতাই সহ বিভিন্ন অভিযোগে মোট ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে কাহালু থানায় ৩টি ও বগুড়া সদর থানায় ২৬টি মামলা রয়েছে। ব্রাজিল বগুড়া শহরতলীর গোদাপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে। বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, বগুড়ার গোয়েন্দা বিভাগের ওসি মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে প্রতিপক্ষ সন্ত্রাসীরা ব্রাজিলের উপর হামলা চালিয়ে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে। দীর্ঘ দিন ধরে ঐ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ব্রাজিলের সাথে প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরেই তাঁকে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে। কাহালু থানা পুলিশ ঘটনাস্থল থেকে ব্রাজিলের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি বলে জানান, ওসি সেলিম রেজা।

১৪ বার ভিউ হয়েছে
0Shares