বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বগুড়া শাজাহানপুরে টয়লেটের সেফটি ট্যাংক থেকে দুই পরিচ্ছন্ন কর্মীর মরদেহ উদ্ধার

বগুড়া শাজাহানপুরে টয়লেটের সেফটি ট্যাংক থেকে দুই পরিচ্ছন্ন কর্মীর মরদেহ উদ্ধার

হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার।।

বগুড়ার শাজাহানপুর উপজেলার আগড়া পশ্চিমপাড়া গ্রামের সোহরাব হোসেনের বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে দুই পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, বগুড়া শহরের সুইপার কলোনির বাসিন্দা বিমল বাঁশফোড় ও লাঠিয়াল বাঁশফোড়।
শাজাহানপুর উপজেলার ফায়ার বাহিনীর লিডার আব্দুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেখানে সেপটিক ট্যাংকের ভেতরে দুজন সুইপার মৃত অবস্থায় পড়ে ছিলেন। তাদের উদ্ধার করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কোনো ধরনের সেফটি ব্যবহার না করেই ওই দুজন ট্যাংকে নেমেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত গ্যাসের কারণে তারা সেখান থেকে বের হতে পারেননি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS