বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জলঢাকায় ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

জলঢাকায় ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

Views

আনোয়ার হোসেন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট, ভলিবল, ব্যাটমিন্টন, সাইক্লিং ও অ্যাথলেটিক্স খেলার ফাইনাল ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনালের ক্রিকেট খেলায় বালক জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ভলিবল ও ব্যাটমিন্টন টেংগনমারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বালিকাদের ব্যাটমিন্টন খেলায় আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর আগে ৩টি ভেন্যুতে অঞ্চলভিত্তিক খেলা অনুষ্ঠিত হয়।খেলা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মাফরুহা বেগম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক সাইদার রহমান, প্রধান শিক্ষক আমিনুর রহমান, জ্যোতিষ চন্দ্র রায়, রোকনুজ্জামান চৌধুরী রোকন, বেলাল হোসেন, অধ্যক্ষ হেমায়েত আলম নবেল, প্রধান শিক্ষক আব্দুল বাকি, আব্দুল মান্নান, সুপার মহসিন আলী, সুপার আব্দুস সবুর, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান ও সহকারী শিক্ষক মর্তুজা ইসলাম প্রমুখ। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক সিদ্দিক ফারুকী, ওমর ফারুক, মিজানুর রহমান, আহসান হাবীব, আনোয়ার হোসেন, ফিরোজ হোসেন। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রতিযোগিতায় উপজেলার স্কুল, মাদরাসা ও  কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Share This

COMMENTS