শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সরকার শ্রমিকের কল্যাণ ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে-শফিউল আলম চৌধুরী নাদেল এমপি

সরকার শ্রমিকের কল্যাণ ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে-শফিউল আলম চৌধুরী নাদেল এমপি

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:  মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ২৩৬৮) কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। আজ বুধবার দুপুরে কুলাউড়া পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি মো. মোক্তার ও নির্মাণ শ্রমিক ইউনিয়ন নেতা শিবলুু ‍ আহমদের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার শ্রমিকের কল্যাণ ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। শ্রমজীবী মানুষের পরিশ্রম ও ভূমিকা অনস্বীকার্য। দেশের উন্নয়নে শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার আদায়ে সারাজীবন সংগ্রাম করেছেন। স্বাধীনতার পর মে দিবসকে তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সরকারি ছুটি ঘোষণা করেন। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তিনি মজুরি কমিশনও গঠন করেন। তিনি বলেন, নির্মাণ শ্রমিকদের জীবন অত্যন্ত সংগ্রামী। সরকার তাদের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে। সংগঠনের উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক রউফ আহমদ শিবলুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, থানার ওসি মো. আলী মাহমুদ,  উপজেলা শ্রমিক লীগের আহবায়ক কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল, আইডিইবি উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মিফতা উদ্দিন বুলবুল প্রমুখ

 

সু/আ এম.বি

৬৮ বার ভিউ হয়েছে
0Shares