মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আওয়ামীলীগের পৃথক বর্ধিত সভায় নাদেল কুলাউড়া আসন শেখ হাসিনাকে উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান

আওয়ামীলীগের পৃথক বর্ধিত সভায় নাদেল কুলাউড়া আসন শেখ হাসিনাকে উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান

মৌলভীবাজার ও কুলাউড়া প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, শেখ হাসিনার অধীনেই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। নির্বাচন হলে আওয়ামীলীগ আবারও ক্ষমতায় আসবে। কিন্তু আসন্ন নির্বাচনকে বানচাল করতে একটি মহল উঠেপড়ে লেগেছে। তারা দেশে এখনো অনির্বাচিত সরকারের স্বপ্ন দেখছে। গতকাল কুলাউড়ার রাউৎগাঁও ও পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের পৃথক বর্ধিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। শফিউল আলম নাদেল বলেন, ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে সরকার কাজ করে যাচ্ছে। কেননা দেশের জনসংখ্যা, অর্থনীতি ও কৃষিসহ সবকিছুই স্মার্ট হবে। দেশের কাঙ্খিত উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও আওয়ামীলীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। বিএনপির প্রতি ঈঙ্গিত রেখে তিনি বলেন, তারা আওয়ামীলীগকে ক্ষমতায় দেখতে চায় না। সে কারণে নির্বাচন বানচাল করতে চায়। তারা জানে না, ধাক্কা দিয়ে আওয়ামীলীগ সরকারের পতন ঘটানো সম্ভব নয়। তিনি বলেন, আওয়ামীলীগ জনগণের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। এসময় কুলাউড়া আসন শেখ হাসিনাকে উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি। বিকেলে রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরীবাজারে ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল খালিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামাল খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, সহ-সভাপতি এড. আতাউর রহমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল কাদির ও পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক মিফতা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ। রাত সাড়ে ৮টায় পৃথিমপাশা ইউনিয়নের সুলতান কমপ্লেক্সে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম পংকির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, সহ-সভাপতি এড. আতাউর রহমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল কাদির ও পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মনাফ, যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী সাজ্জাদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক মিফতা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ। তাছাড়া পৃথক বর্ধিত কর্মীসভায় ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

সু/আ/এম.বি

১০৬ বার ভিউ হয়েছে
0Shares