রবিবার- ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে এবার বৈধ প্রার্থী হলেন যারা

বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে এবার বৈধ প্রার্থী হলেন যারা

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ মে। এতে রাজশাহী জেলার বাগমারা উপজেলায় প্রার্থীদের জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে বৈধতা ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১২টার সময় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী ঘোষিত হলেন যারা তারা হলো জাকিরুল ইসলাম সান্টু,আব্দুর রাজ্জাক সরকার বাবু ও নাছিমা আক্তার। ভাইস-চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী ঘোষিত হলো আতাউর রহমান ও শহিদুল ইসলাম। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হলেন, মোসা. শাহিনুর খাতুন, কহিনুর বানু, খন্দকার শাহিদা আলম ও মোসা. মমতাজ আক্তার বেবী। দ্বিতীয় ধাপে আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২ মে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীদের মূল প্রচারণা শুরু হবে। তবে নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই করা হয় ২৩ এপ্রিল। মনোনয়নপত্রের ব্যাপার যে কোনো ধরনের আপত্তি থাকলে আপিল করা যাবে ২৪-২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭-২৯ এপ্রিলের মধ্যে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ মে। প্রচার-প্রচারণা শেষে আগামী ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

১২ বার ভিউ হয়েছে
0Shares