রবিবার- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
বাগমারায় এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বাগমারায় এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তোলার অঙ্গিকার নিয়ে শপথ গ্রহন করলেন ৬০৩ জন কৃতি শিক্ষার্থী।রাজশাহীর বাগমারায় শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ভবানীগঞ্জ নিউমার্কেট মিলনায়তনে সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৩ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় বাগমারা উপজেলা থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৬ শত তিনজন কৃতি শিক্ষার্থী শপথ গ্রহন করেন। এতে কৃতি শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান সালেহা ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এসময় শিক্ষার্থীরা হাত তুলে শপথ বাক্য পাঠ করেন। শিক্ষার্থীরা বলেন, মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব ও সংবিধানের প্রতি অনুগত থাকিব। দেশ ও জাতির প্রয়োজনে জীবন উৎসর্গ করিব। জীবনের শেষ দিন পর্যন্ত বাবা-মায়ের প্রতি অনুগত থাকিব। যে কোন দুঃখ কষ্ট গ্লানি পরাজয় ও প্ররোচনায় জঙ্গিবাদ ও মাদক হইতে বিরত থাকিব। জীবনের কোন অবস্থাতেই মাদক স্পর্শ করিব না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, উপজেলায় সেরা জিপিএ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন সরকার, বিসিএস ক্যাডারের সুপারিশ প্রাপ্ত মনোয়ার হোসেন, কৃতি শিক্ষার্থী ওমর ফারুক শাহ, রওনক জাহান মিথিলা, আবদুল্লা আল বাশার মাহী, আবদুর রহিম, সানাউল্লাহ প্রমূখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক জাহেদুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুকতাদির আহম্মদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিরা ভাইস চেয়ারম্যান মমতাজ আকতার বেবী, উপজেলা আ’লীগের সিনিয়র সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান টুকু, রাজশাহী জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, ভবানীগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ হাতেম আলী, চেয়ারম্যান রেজাউল হক, আনোয়ার হোসেন, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কৃতি শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় সেরা প্রতিষ্ঠান প্রধানদের হাতে সম্মাননা ক্রেস্ট ও চেক প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল। উল্লেখ্য, ২০০৬ সাল থেকে প্রতিবছর বাগমারা উপজেলা থেকে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে সালেহা ইমারত ফাউন্ডেশন। এবার এসএসসি পরীক্ষায় এ উপজেলা থেকে ৬০৩ জন জিপিএ-৫ পান। তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।

৩৪ বার ভিউ হয়েছে
0Shares