মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে ২০০ মিটারের মধ্যে দুটি গভীর নলকুপ স্থাপন!

পার্বতীপুরে ২০০ মিটারের মধ্যে দুটি গভীর নলকুপ স্থাপন!

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে পলাশবাড়ী ইউনিয়নের খামারপাড়ার কৃষি জমিতে ২০০ মিটার দূরত্বের মধ্যে দুটি গভীর নলকুপ স্থাপনের চেষ্টা চলছে। নতুন করে গভীর নলকূপ স্থাপনের প্রতিবাদ জানিয়েছেন ওই গ্রামে কৃষক বিমল চন্দ্র রায়সহ বেশ কিছু সংখ্যক কৃষক। গতকাল সোমবার দুপুরে পলাশবাড়ী ইউনিয়নের খামারপাড়া গ্রামের বিমল চন্দ্র রায়ের উঠানে সংবাদ সম্মেলন করে তারা এর প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিমল চন্দ্র রায় বলেন- জনৈক মেহেরুল নামে এক ব্যক্তি খামারপাড়া গ্রামের কৃষি জমিতে বিধি বহির্ভূতভাবে গভীর নলকুপ স্থাপনের জন্য গত রোববার খামারপাড়া-আবাসন সড়কের ধারে বোরিং করে পাইপ বসিয়েছে। অথচ সেখানে আমার (বিমল) একটি গভীর নলকুপ রয়েছে। আমার গভীর নলকূপের কমান্ডিং এলাকার মধ্যে নতুন করে নলকূপ স্থাপনের সুযোগ নেই। বিধিবহির্ভূতভাবে কেউ যাতে আমার কমান্ডিং এড়িয়ার মধ্যে গভীর নলকুপ স্থাপন করতে না পারে সেজন্য জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তিনি জোর দাবি জানিয়েছেন। সংবাদ  সম্মেলনে উপস্থিত ছিলেন- খামারপাড়া গ্রামের কৃষক জিয়াউর রহমান, সুজন রায়, মনমোহন রায়সহ গ্রামের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

২০ বার ভিউ হয়েছে
0Shares