শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সেনবাগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

 জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর সেনবাগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে সেনবাগ উপজেলা প্রশাসন।
মঙ্গহলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের সভাপতিত্বে ও উপজেলা ইনষ্ট্রাক্টর বলরাম পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা,প্রয়াত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সংবর্ধনা দেওয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-২ সেনবাগ-সোনইমুড়ী আংশিক আসনের এমপি আলহাজ্ব মোরশেদ আলম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আবদুল ওহাব, ফারুক ভূঁইয়া, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক বাহার উল্লাহ বাহার, ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, পৌরসভার মেয়র আবু নাছেল ভিপি দুলাল, থানার ওসি মোঃ নাজিম উদ্দিন, ডমুরুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন কানন,উপজেলা যুবলীগ আহবায়ক ও জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু প্রমুখ।

১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS