বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ড্রোন ও আরটিকে প্রযুক্তির মাধ্যমে সার্ভে কার্যক্রমের উদ্বোধন

ড্রোন ও আরটিকে প্রযুক্তির মাধ্যমে সার্ভে কার্যক্রমের উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি। “গ্রাম হবে শহর”প্রকল্পের আওতায় দুমকি উপজেলার মাস্টার প্লান প্রনয়নে ড্রোন ও আরটিকে প্রযুক্তির মাধ্যমে সার্ভে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় পাগলা মোড় চত্তরে এ মাস্টার প্লান প্রনয়নে ড্রোন ও আরটিকে প্রযুক্তির মাধ্যমে সার্ভে কার্যক্রমের উদ্বোধন করা হয়। দুমকি উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল এর সভাপতিত্বে ও লেবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ লতিব হোসেন নির্বাহী প্রকৌশলী এলজিডি পটুয়াখালী।
বিশেষ অতিথি ছিলেন-দুমকি থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সেলিমসহ স্থানীয় গন্যমান্যব্যক্তি বর্গ।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS