বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কাহালুতে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন

কাহালুতে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমের সামনে ২০২২-২৩ অর্থ বছরের রবি মৌসুমী বোরো ধানের উচ্চ ফলনশীল (উফসী) ও বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৭ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতানা।

উক্ত বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবজ কুমার বসাক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌসী, অতিরিক্ত কৃষি অফিসার ধীমান ভূষন, কৃষি সম্প্রসারণ অফিসার রাকিব হাসান, উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়, জাহেদুর রহমান (জাহিদ), উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা, কাহালু প্রেস ক্লাবের সভাপতি ইউনুস আলী টনি সহ উপ-সহকারি অফিসারবৃন্দ, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকবৃন্দ। উল্লেখ্য যে, ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ও সার এবং ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বোরো ধানের উচ্চ ফলনশীল (উফসী) বীজ ও সার দেয়া হয়েছে।

৫১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS