শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায়  ভ্রাম্যমাণ আদালতে মাদককারবারি একজনের দণ্ড

কলমাকান্দায়  ভ্রাম্যমাণ আদালতে মাদককারবারি একজনের দণ্ড

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দীলিপ চন্দ্র রায় নামে এক মাদককারবারিকে এক বৎসর বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা  করেছেন – ভ্রাম্যমান আদালত।

দণ্ডপ্রাপ্ত দীলিপ চন্দ্র রায় (৫০) উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বাসিন্দা ও ধীরেন্দ্র চন্দ্র এর ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে কলমাকান্দা থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজ বাড়ী থেকে মাদক সেবনরত অবস্থায় মাদকদ্রব্যসহ দিলীপ চন্দ্র রায়কে আটক করে।

পরে পুলিশ আটককৃতকে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান এর আদালতে হাজির করলে আদালত দীলিপ চন্দ্র রায়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর (৫) ধারায় তাকে  এক বৎসর বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এবিষয়ে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফল হক বলেন, দণ্ডপ্রাপ্ত দীলিপ চন্দ্র রায়কে ওইদিন দুপুরে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS