মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সিলেটে ভোক্তা অধিদপ্তরের অভিযানে চার দোকানে জরিমানা ৬০ হাজার

সিলেটে ভোক্তা অধিদপ্তরের অভিযানে চার দোকানে জরিমানা ৬০ হাজার

হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ ভেজাল পণ্য বিক্রি ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে নকল কয়েল ও নকল ডিটারজেন্ট পাউডার বিক্রির দায়ে সিলেট মহানগরের কালিঘাট ও মির্জা জাঙ্গালে ৪টি দোকানে ৬০ হাজার টাকা (অর্থদণ্ড) জরিমানা করা হয়।
আমিরুল ইসলাম মাসুদ জানান- সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নকল কয়েল ও ডিটারজেন্ট পাউডার বিক্রির খবর পেয়ে কালীঘাট বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে  বদিউজ্জামন ট্রের্ডাসকে ১০ হাজার, মাসুম ট্রের্ডাসকে ২৫ হাজার ও রাইমুন ট্রের্ডাসকে ১৫ হাজার ও এবং র্মিজাজাঙ্গাল এলাকার বন্ধু স্টোরকে ১০ হাজার টাকা, চারটি দোকানে মোট ষাট হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এবং অর্থদন্ডের পাশাপাশি ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট ওপাম্পলেট বিতরণকরা হয়। পবিত্র রমজানে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS