শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মাদারীপুর জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মাদারীপুর জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:  আজ শনিবার (৬ আগষ্ট) বেলা ১১ টায় ২৫০ শয্যা বিশিষ্ট মাদারীপুর জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও হাসপাতাল কতৃপক্ষের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাস্থ্য-শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সিভিল সার্জন ডা. মো. মুনীর আহমদ খান, উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবাইদুর রহমান কালু খান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।
সভায় মাদারীপুরে মেডিকেল কলেজ স্থাপন ও স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সকল কার্যালয়ে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের আবেদন জানান হয়।
৩৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS