শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
শার্শায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন প্রকল্পের প্রশিক্ষন

শার্শায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন প্রকল্পের প্রশিক্ষন

শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন ও স¤প্রসারণ প্রকল্পের আওতায় দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষনে শার্শার ১১টি ইউনিয়ন থেকে বাছাইকৃত ৭৫ জন পাট চাষি প্রশিক্ষন কর্মশালায় অংশ গ্রহন করেন। উক্ত প্রশিক্ষনে উন্নত পদ্ধতিতে পাট ও পাটবীজ উৎপাদনের নানা কৌশল সর্ম্পকে চাষিদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া পাট বীজ বপন, উন্নত মানের বীজ সংগ্রহ পদ্ধতি, জমিতে বীজ বপনের সময় এবং নিদৃষ্ট সময়ে কি পরিমান সার প্রয়োগ ও পাটের পূর্ণ বয়ষ্ক হওয়ার পরে জমি থেকে পাট কেটে পচান পদ্ধতি এবং পাটের রোগ নিরাময়ে কিটনাষক প্রয়োগের বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন। প্রশিক্ষন কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নারায়নচন্দ্র পাল, প্রধান অতিথি জেলা পাট উন্নয়ন কর্মকর্তা উজল কান্তি বড়াল, উপজেলা কৃষি কর্মকর্তা দিপকুমার শাহা, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা কৃষি স¤প্রসারন কর্মকর্তা তরুন কুমার বালা, সহকারী পল­ী উন্নয়ন কর্মকর্তা নাছিম উদ্দীন প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষন প্রদান করেন।

 

১০৩ বার ভিউ হয়েছে
0Shares