বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে বীর প্রতীক তারামন বিবির বাড়ি যাতায়াতের একমাত্র সড়কটির বেহাল দশা 

কুড়িগ্রামে বীর প্রতীক তারামন বিবির বাড়ি যাতায়াতের একমাত্র সড়কটির বেহাল দশা 

রফিকুল ইসলাম ,কুড়িগ্রাম প্রতিনিধি। কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর তীরবর্তী সিএনবি ঘাট হতে পানি উন্নয়ন বোর্ডের বাধ রাস্তা ভায়া বীর প্রতীক তারামন বিবি সড়কটি অবস্থিত। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় রাষ্ট্রীয় খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক তারামন বিবির নামে হলোখানা ইউনিয়নের সুভারকুটি মৌজায় সরকারি উদ্যোগে খাস জমির উপর একটি বসতবাড়ি নির্মাণ করে দেয়া হয়। জীবদ্দশায় বীর প্রতীক তারামন বিবি এই বসতবাড়িতেই বসবাস করতেন। কালের বিবর্তে বীর প্রতীক তারামন বিবির বসত বাড়িটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে বিবেচিত হয়ে আসছে। এ কারণে বীর প্রতীক তারামন বিবি সম্পর্কে জানতে প্রতিদিন অনেক দর্শনার্থী এই বাড়িতে ভিড় জমায়। বীর প্রতীক তারামন বিবির বসত বাড়ির সন্নিকটেই গড়ে উঠেছে কয়েক একর জায়গা নিয়ে ইকো পার্ক । জেলার বিভিন্ন এলাকা থেকে বিনোদনপিপাসুরা এবং কিশোর কিশোরীরা পিকনিক খাওয়ার জন্য এই ইকো পার্কে ছুটে আসছেন। সিএনবি ঘাট হতে পানি উন্নয়ন বোর্ডের বাধ রাস্তা ভায়া বীর প্রতীক তারামন বিবি সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ চলাচল করে। কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন, কাঠালবাড়ি ইউনিয়ন ও ভোগডাঙ্গা ইউনিয়ন এবং ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লার লোক জন এই রাস্তা দিয়ে চলাচল করে। গত কয়েক বছর আগে পানি উন্নয়ন বোর্ড বাঁধ সংস্কারের জন্য রাস্তাটি খনন করে যা গত কয়েক বছর ধরে এখনও সংস্কার করা হচ্ছে না। ফলশ্রুতিতে  বীর প্রতীক তারামন বিবির বাড়ি যাতায়াতের একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। স্থানীয় এলাকাবাসী মৃত মফিজ উদ্দিন এর পুত্র আলেপ উদ্দিন, মৃত ঘেতু মামুদ এর পুত্র হাছেন আলী, মৃত ইসমাইলের পুত্র আজিম উদ্দিন, স্থানীয় ব্যবসায়ী নুর আব্দুল একযোগে জানায়, সিএনবি ঘাট হতে পানি উন্নয়ন বোর্ডের বাধ রাস্তা ভায়া বীর প্রতীক তারামন বিবি সড়কটির বর্তমানে বেহাল অবস্থা। সাধারণ পথচারীরা এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে নানা ভাবে ভোগান্তির শিকার হচ্ছে। আমরা দ্রুত  রাস্তার সংস্কার দাবি করছি। এ ব্যাপারে ইকো পার্কের ম্যানেজার রফিকুল ইসলাম জানায়, রাস্তাটি চলাচল অযোগ্য হয়ে পড়ায় আমাদের পার্কে আসা দর্শনার্থীর সংখ্যা কমে গেছে। যে কারণে আমরা ইকো পার্কের উন্নয়ন কাজ আপাতত বন্ধ করে রেখেছি। তবুও অনেক দর্শনার্থী আসে, হয়তোবা বীর প্রতীক তারা মন বিবির বসতবাড়ি দেখার জন্য অনেকে আসে।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS