বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ভুটানের  রাষ্ট্রদূতের কুড়িগ্রাম জেলা পরিদর্শন

ভুটানের  রাষ্ট্রদূতের কুড়িগ্রাম জেলা পরিদর্শন

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলাধীন সদর উপজেলায় প্রস্তাবিত জিটুজি ভিত্তিক ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ এবং ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর ও চিলমারী নৌ-বন্দর এলাকা পরিদর্শনে আসেন  বাংলাদেশে নিযুক্ত ভুটানের মান্যবর রাষ্ট্রদূত এইচ.ই. ​​মিঃ রিনচেন কুয়েনসিল এবং বাংলাদেশ অর্থনৈতিক কর্তৃপক্ষ (বেজা) ও ভুটানের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। দুই দিনের এই সফরে জেলা প্রশাসনের সাথে কুড়িগ্রাম জেলা পুলিশ প্রটোকল, নিরাপত্তা, অভ্যর্থনা নিশ্চিত করেন। কুড়িগ্রামে কর্মসংস্থান, উন্নয়ন ও শিল্পায়নের ক্ষেত্রে অনাগত সময়ে নানাবিধ সম্ভাবনার দ্বার উন্মোচনের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এটি একটি গুরুত্বপূর্ন সফর হিসাবে বিবেচিত হয়। উক্ত সফরে সফর সঙ্গী হিসেবে আরও ছিলেন মিঃ ছিম শেরিং (ডিজি, শিল্প বিভাগ, ভুটানের রাজকীয় সরকার), মিসেস কিনলে ইয়াংজোম (প্রধান বাণিজ্য কর্মকর্তা, রপ্তানি উন্নয়ন বিভাগ, বাণিজ্য বিভাগ, ভুটানের রাজকীয় সরকার), ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন (মহাব্যবস্থাপক, যুগ্মসচিব, অর্থ ও বাজেট, বেজা),  জনাব আবু হেনা মোঃ মুস্তাফা কামাল (ব্যবস্থাপক, উপসচিব, বিনিয়োগ উন্নয়ন ও মনিটরিং-১, বেজা, জনাব মোহাম্মদ ফিজনূর রহমান (পরিচালক প্রধানমন্ত্রীর কার্যালয়), জনাব মোঃ মনোয়ার মোকাররম (পরিচালক, দক্ষিণ এশিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়),জনাব মোঃ শিহাব উদ্দিন (সহকারী ব্যবস্থাপক, এমআইএস ও গবেষণা, বেজা) সফরসঙ্গী হবেন মর্মে প্রোগ্রামসূচী হতে জানা যায়। কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব মো সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম এই সফরকে সফল করতে অহর্নিশ প্রচেষ্ঠা অব্যাহত রেখেছেন।
১১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS