বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে এক স্কুল ছাত্রের মৃত্যু

দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে এক স্কুল ছাত্রের মৃত্যু

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি  : দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে ইফতি রহমান সাকিন (১৬) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মে) আনুমানিক বেলা ১২ টায় দিনাজপুর শহরের পশ্চিমে অবস্থিত পূনর্ভবা নদীর পূর্ব পাশে লালবাগ গোরস্থান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকিন দিনাজপুর পৌর শহরের রামনগর এলাকার মোঃ সাইফুর রহমানের ছেলে ও চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুলের নবম শ্রেণির ছাত্র।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ মঞ্জিল হক স্বজনদের বরাত দিয়ে জানান, শনিবার বেলা ১২টার দিকে সাকিন গোসল করার জন্য নদীতে নামে। গোসলের এক পর্যায়ে সে নদীতে ডুবে যায়। এ সময় আশপাশের লোকজন দেখতে পেয়ে নদীতে নেমে খোঁজাখুজি করে না পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়।  ফায়ার সার্ভিস এ ঘটনা রংপুর ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে রংপুর থেকে চার সদস্যের একটি ডুবুরী দল ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টা ২০ মিনিট চেষ্টার পর বিকেল ৪টা ৫ মিনিটের সময় নিহত সাকিনের লাশ উদ্ধার করে। পরে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। এলাকার কয়েকজন বাসিন্দা জানান, নিহত সাকিন মানুষিক ভারসাম্যহীন ছিল। এ ঘটনা দেখতে পূনভবা নদীর তীরে অসংখ্য মানুষ ভিড় জামায়।
৩৭ বার ভিউ হয়েছে
0Shares