রবিবার- ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
প্রাণী সম্পদের মহাপরিচালক মোঃ জসিম উদ্দিন সেনবাগের গ্রামের বাড়িতে সংবর্ধিত

প্রাণী সম্পদের মহাপরিচালক মোঃ জসিম উদ্দিন সেনবাগের গ্রামের বাড়িতে সংবর্ধিত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : সদ্য পদউন্নিত পাওয়া প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক মোঃ জসিম উদ্দিনকে সেনবাগে সংর্বধনা দিয়েছে নিজ গ্রামবাস্।ী বৃহস্পতিবার রাত ১০টার দিকে পদউন্নিত পাওয়া প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক মোঃ জসিম উদ্দিন প্রথম নিজ গ্রামে বাড়ি সেনবাগ উপজেলার আজিজপুর গ্রামের বাড়িতে এলে গ্রামবাসী তাকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধিনত করে। এরআগে গ্রামের বাড়িতে পৌছে প্রথমে তিনি বিশিষ্ঠ শিক্ষবিদ প্রয়াত পিতা সামছুল হক বিটি ও মাতা সহ পারিবারিক কবরস্থান জেয়ারত করেন।

এরপর দেশের ক্ষাতনামা প্রতিষ্টান জে এম আই গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংবর্ধিত প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মহা পরিচালক মোঃ জসিম ও তার ছোট ভাই কৃষিবিদ মোজাম্মেল কবির। এ সময় উপস্থিতি ছিলেন-প্রানী সম্পদ বিভাগের পিডি ড.আনিসুর রহমন, ”ট্টগ্রাম বিভাগীয় পরিচালক হুমায়ুন কবির, ড.শরীফ, ড. মাহবুবুর রহমান, ড.খোরশেদ আলম, ড. জসিম উদ্দিন, ড. আবদুর রহিম, কুমিল্লা জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ড. চন্দন পোদ্দার ,নোয়াখালী জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ড. তারেক, সুর্বত্র সরকার, ড.গৌতম, ড.তাসলিমা, ড. আমির হোসেন, ড. শাহাদাত, ড. ফখরুল, আ্দুল কুদ্দুস সেন্টু, ফয়েজ আহম্দ সহ জেলা উপজেলা ও বিভাগীয় পর্যায়ের প্রাণী সম্পদ কর্মকর্তা ও শিক্ষক,সাংবাদিক,জনপ্রতিনিধি ও রাজনেতিক ব্যাক্তি উপস্থিত ছিলেন।

২১ বার ভিউ হয়েছে
0Shares