শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে বিএনপি ও আওয়ামীলীগ সংঘর্ষ হাইকোট থেকে বিএনপির ২২৩ নেতাকর্মীর ৬ সপ্তাহের আগাম জামিন

সেনবাগে বিএনপি ও আওয়ামীলীগ সংঘর্ষ হাইকোট থেকে বিএনপির ২২৩ নেতাকর্মীর ৬ সপ্তাহের আগাম জামিন

মোঃ জাহাঙ্গীরে আলম শায়েস্তানগরী ,নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নে তেল ,গ্যাস,বিদ্যুৎ ও গুম .খুনের প্রতিবাদে বিএনপির ডাকা বিক্ষোভ মিছিল ও ২১ আগষ্ট গ্রেনেড হামলার ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীলীগের ডাকা সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ এবং আওয়ামীলীগ অফিসে হামলা ভাংচুরের ঘটনায় আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন উজ্জল বাদি হয়ে দায়ের করা মামলায় বিএনপির ১২৩ নেতাকর্মী হাইকোট থেকে আগাম জামিন পেয়েছেন।

বৃহম্পতিবার দুুপুরে হাইকোটের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ সেলিমের সমন্বয়ে গঠিত যৌথ ব্যাঞ্চে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান,নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুর রহমান, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক ওবায়দুল হক, সদস্য সচিব মোক্তার হোসেন ইকবাল, নোয়াখালী জেলা কৃষকদল সভাপতি রবিউল হাসান পলাশ, সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন, সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল, বিএনপির নেতা ভিপি মফিজুল ইসলাম, সেনবাগ পৌর বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটন, সাবেক সেক্রেটারী ফারুক বাবুল, নোয়াখালী জেলা মহিলা দল সাংগঠনিক সম্পাদিকা মনোয়ারা বেগম মনিসহ ২২৩ জন জমিনের আবেদন করলে বিচারপতিদ্বয় তাদের সকলকে ৬সপ্তাহের আগাম জমিন মঞ্জুর করেন। মামলাটি পরিচালনা করে এ্যাডভোকেট ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন ও এ্যাডভোকেট খোরশেদ আলম সেলিম।

৮৮ বার ভিউ হয়েছে
0Shares