সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সৈয়দপুরে শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত বই মিলেছে চার ভাগের এক ভাগ

সৈয়দপুরে শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত বই মিলেছে চার ভাগের এক ভাগ

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি : চলতি বছরে সৈয়দপুর উপজেলায় শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত নতুন বছরের চাহিদা তুলনায় মাত্র চার ভাগের এক ভাগ বই মিলেছে কমলমতি ছাত্র-ছাত্রীদের হাতে। এ নিয়ে বিপাকে পড়েছে স্কুলের প্রধান শিক্ষকসহ অভিভাবকরা।

এ উপজেলায় শিক্ষা কর্মকর্তা পাঠ্য পুস্তকের সরকারিভাবে চাহিদা দিয়েছিলেন ২,০৩,৭০০ টি বইয়ের। কিন্তু তারা শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত সরকারিভাবে বই বরাদ্দ পেয়েছেন মাত্র ৬৮,১৭৮ টি। এসব বই দেওয়া হয়েছে। অবশিষ্ট তিন ভাগ বই না পাওয়ায় কমলমতি ছাত্র-ছাত্রীদের লেখাপড়া ও শিক্ষকদের ক্লাস নিতে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল সূত্রে জানা যায়, এ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৭৮টি, বেসরকারি, কেজি ও এনজিও বিদ্যালয় রয়েছে ২৫৩ টি। এদিকে অবশিষ্ট পাঠ্যপুস্তক দেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর প্রতি আশু হস্তক্ষেপ কামনা করছেন অভিভাবকসহ শিক্ষকবৃন্দ।

 

১২১ বার ভিউ হয়েছে
0Shares