বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে স্থানীয় সরকার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সেনবাগে স্থানীয় সরকার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি: “স্মাট হবে স্থানীয় সরকার” “নিশ্চিত করবে সেবার অধিকার” এই শ্লোাগানকে ধারণ করে নোয়াখালীর সেনবাগে জাতীয় স্থানীয় সরকার দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে সেনবাগ উপজেলা প্রশাসন।এছাড়াও জাতীয় পরিসংখ্যান দিবস দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদের সামনে থেকে নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের নেতৃত্বে একটি বনার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সেনবাগ পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের সভাপতিত্বে ও সহকারী কৃষি কর্মকর্তা গোলাম আজম সুমনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

সভায় বক্তব্য রাখেন,সেনবাগ পৌরসভার প্যানের মেয়র কামাল উদ্দিন বাবুল,উপজেলা প্রকৌশলী শাহিনুর আলম,নবীপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল, ও কাউন্সিলর আইয়ুব আলী মিয়াজী ও উপজেলা পরিসংখ্যান তদন্তকারী মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিরা অডিটোরিয়ামে স্থানীয় সরকার দিবস উপলক্ষে সেবা প্রত্যাশিদের জন্য স্থাপিত স্টলগুলো গুরেগুরে দেখেন।

১৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS