শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীতে সোহাগ হত্যায় আরও দুই আসামিকে গ্রেপ্তার

রাজশাহীতে সোহাগ হত্যায় আরও দুই আসামিকে গ্রেপ্তার

 

রাজশাহী জেলার বাগমারায় বন্ধুর বাড়িতে বেড়াতে আসা সোহাগ (২৬) হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার রাতে গাজীপুর থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন তাদের বাগমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তাররা হলেন, বাগমারা উপজেলার মরুগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মো. রনি (৩০) ও সাজ্জাদ হোসেন (২৮)।

এ বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম।

নিহত সোহাগের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়। তিনি ঢাকায় থাকতেন। গত ২ ফেব্রুয়ারি সকালে সোহাগের বন্ধু বাগমারার মরুগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে মনাহার ইসলামকে (২৮) পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। খবর পেয়ে সোহাগসহ তিনজন বন্ধু মনাহারকে ঢাকা থেকে দেখতে আসেন। এ সময় গ্রামে তাদের দেখে মনাহারের প্রতিপক্ষরাই তাদের ওপর হামলা করেন। তখন দুইজন পালিয়ে বাঁচলেও সোহাগকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে গ্রামের এক গলির ভেতর থেকে পুলিশ লাঁশটি উদ্ধার করে।

এই ঘটনায় নিহত সোহাগের চাচাতো ভাই সাইফুল ইসলাম সাগর বাদী হয়ে পরদিন বাগমারা থানায় একটি হত্যা মামলা করেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় এই পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

২৯ বার ভিউ হয়েছে
0Shares