শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
<span class="entry-title-primary">বগুড়া ও সদর কোম্পানী, সিরাজগঞ্জ এর যৌথ অভিযানে হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় ০৬ জন আসামী গ্রেফতার</span> <span class="entry-subtitle">র‌্যাব-১২, সিপিএসসি,</span>

বগুড়া ও সদর কোম্পানী, সিরাজগঞ্জ এর যৌথ অভিযানে হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় ০৬ জন আসামী গ্রেফতার র‌্যাব-১২, সিপিএসসি,

মোসাব্বর হাসান মুসা বগুড়া অফিসঃ

র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও সদর কোম্পানী, সিরাজগঞ্জ এর যৌথ অভিযানে হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় ০৬ জন আসামী গ্রেফতার করা হয়েছে।

গত ৩১ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ রাত আনুমানিক ১২.১৫ ঘটিকায় বগুড়া- ১ (সোনাতলা ও সারিয়াকান্দি) আসনে  জাতীয় সংসদ নির্বাচনে ঈগল পাখি মার্কার স্বতন্ত্র প্রার্থী এসএম মোস্তাফিজুর রহমান শ্যামল এর রেজওয়ানুল হক রেজভী নামের একজন সমর্থক নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সোনাতলা উপজেলাধীন ভেলুরপাড়া চারমাথা মোড়ে পৌঁছলে নৌকা মার্কার প্রার্থী সাহাদারা মান্নান এর সমর্থকগণ বেআইনী জনতাবদ্ধ ও দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমের পথরোধ করে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি মারপিট করে গুরুতর আহত করে। ভিকটিমকে প্রাথমিকভাবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে সোনাতলা থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং-০১, তারিখ-০১/০১/২০২৪ খ্রি. ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। ভিকটিমের অবস্থা আশংকাজনক হওয়ায় পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে মর্মে জানা যায়। ঘটনাটি বগুড়া জেলাসহ সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আলোড়ন তৈরি করে। আসামীদের দ্রুত গ্রেফতার করতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ০২ জানুয়ারি ২০২৪ ইং তারিখ ০০.১০ ঘটিকায় র‌্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও সদর কোম্পানী, সিরাজগঞ্জ এর যৌথ অভিযানে সিরাজগঞ্জ জেলার সায়দাবাদ এলাকা হতে সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় আসামী ১। মোঃ মিনহাদুজ্জামান লিটন (৫৩), পিতা- মৃত একেএম শাহাদৎ জামান, সাং- পাতিলাকুড়া, ২। মোঃ লিমন (৩২), পিতা- মৃত আব্দুল লতিফ প্রাং, সাং- শিচার পাড়া, ৩। মোঃ রায়হান (২৮), পিতা- মোঃ আব্দুল্লাহিল বাকী ওরফে দুলু, সাং- জোড়গাছা, ৪। মোঃ রানা (২৬), পিতা- অজ্ঞাত, সাং- জোড়গাছা, ৫। মোঃ রাজন (৩৫), পিতা- মোঃ পিয়ালা মন্ডল, সাং- জোড়গাছা, ৬। নিপুন (২৮), পিতা- মোঃ ফিরোজ কেরানী, সাং- জোড়গাছা, সর্বথানা- সোনাতলা, জেলা- বগুড়াগণকে  গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাতলা থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।

২৬ বার ভিউ হয়েছে
0Shares