বুধবার- ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
 সিরাজগঞ্জে তিন ফসলী আবাদি জমি কেটে  মাটি বিক্রি ও পুকুর  খনন  

 সিরাজগঞ্জে তিন ফসলী আবাদি জমি কেটে  মাটি বিক্রি ও পুকুর  খনন  

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রম্মগাছায়  তিন ফসলী আবাদি জমি কেটে  মাটি বিক্রি ও পুকুর খনন করার অভিযোগ উঠেছে।  এতে আশেপাশের অনেক আবাদি জমি ও বাড়িঘরসহ পল্লী বিদ্যুতের
দুইটি বৈদ্যুতিক খুটি হুমকির মুখে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ ওই এলাকার একটি  সংঘবদ্ধ অসাধু মাটি ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবত  তিন ফসলী আবাদি জমি কেটে নষ্ট করে মাটি বিক্রি করে আসছে।  জানাযায়, রায়গঞ্জ উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের ব্রম্মগাছা চরে আব্দুল ডাক্তারের ছেলে রঞ্জুর ৮ বিঘা  তিন ফসলী আবাদি জমি কেটে   মাটি বিক্রি করছে  সূবর্ণগাতির  ফজেল সেখের ছেলে পলাশ, চকমহনবাড়ি গ্রামের ডোপা খাঁর ছেলে দুদু খাঁ, ব্রম্মগাছা বাজারের রনজিতসহ একটি অসাধু মাটি ব্যবসায়ী চক্র। প্রায় ১৫/২০ ফিট গভীর করে মাটি কেটে পুকুর খনন করার কারনে এর আশেপাশের অনেক আবাদি জমি ও বাড়িঘরসহ পল্লী বিদ্যুতের দুইটি বৈদ্যুতিক খুটি হুমকির মুখে রয়েছে।  এবিষয়ে মাাটি খেকো পলাশ বলেন, আমরা স্থানীয় ভূমি অফিসসহ সবাইকে  ম্যানেজ করেই এটা করছি। তবে ব্রম্মগাছা ইউনিয়ন  ভূমি কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ ম্যানেজ এর কথা অস্বীকার করে বলেন, তাদেরকে  একাধিকবার মৌখিকভাবে নিষেধ  করলেও তারা তা আমলে নেয়নি  তাই  বাধ্য হয়ে আমি আমার উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানালে গত সপ্তাহে ইউএনও মহোদয় এসে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। তারপরও তারা মাটি কাটা বন্ধ করছে না।এব্যাপারে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানজিল পারভেজ বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা  নেয়া হবে।
২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS