শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সৈয়দপুরে ভূমিহীনদের মানববন্ধন

সৈয়দপুরে ভূমিহীনদের মানববন্ধন

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ৪ নং বোতলাগাড়ী ইউনিয়নের দুঃস্থ অসহায় ভূমিহীন ব্যক্তিরা ঘর না পাওয়ার দাবীতে মানবন্ধন করেছেন। আজ ৯ আগষ্ট বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত সৈয়দপুর প্রেস কøাবের সামনে। মাবনবন্ধন চলা কালে ভুক্তভোক্তী ভ‚মিহীনরা সবাই কান্নাজড়িত কন্ঠে বলেন, হামরা দু:স্থ অসহায় ভ‚মিহীন, হামার টাকা নাই, হামরা টাকা ছাড়া আশ্রয়নের ঘর চাই। মানববন্ধনে অংশগ্রহণ করা সকল ভ‚মিহীনদের হাতে বিভিন্ন ¯েøাগানের প্লাকার্ড ছিল। উক্ত মানববন্ধনে অংশগ্রহনকারী প্রকৃত ভ‚মিহীন দুঃস্থ অসহায় মোর্শেদা খাতুন (৩৮), আলাউদ্দিন (৭২), ওমেজা (৫২), খাদিজা (৩২) সহ এ মানববন্ধনে অনেকে অংশগ্রহণ করেন।

২৩৯ বার ভিউ হয়েছে
0Shares