শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীতে প্রধান মন্ত্রীর আগমন উপলক্ষে তানোর মহিলা লীগের বিশেষ বর্ধিত সভা 

রাজশাহীতে প্রধান মন্ত্রীর আগমন উপলক্ষে তানোর মহিলা লীগের বিশেষ বর্ধিত সভা 

তানোর প্রতিনিধি: আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আগমন উপলক্ষে তানোর উপজেলা আওয়ামী মহিলা লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তানোর গোল্লাপাড়া বাজারস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মহিলা লীগের এ বিশেষ বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়। জানা গেছে, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানোয়ারার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসরিন আক্তার মিতা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার বাদশা,জেলা আওয়ামী মহিলা লীগের সহসভাপতি রোকসানা মেহবুব চপলা,জয়েন্ট সেক্রেটারী জয়জয়ন্তী মালতী সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়ন, পৌরসভা থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডের মহিলা নেত্রীরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত সকল নেতাকর্মীদের ২৯ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসভা সফল করতে সকাল সকাল সবাইকে জনসভায় যোগদান করার নির্দেশ দেয়া হয়।
২৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS