মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নরসিংদীর মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের চুম্বক ড্রেজার জব্দ

নরসিংদীর মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের চুম্বক ড্রেজার জব্দ

শান্ত বণিক, নরসিংদী থেকে: নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি চুম্বক ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
এ সময় ড্রেজারে থাকা বালু উত্তোলনে জড়িতরা পালিয়ে গেছে। আজ (০৬ ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকেলে উপজেলার চাঁনপুর গ্রামে মেঘনা নদী হতে ড্রেজারটি জব্দ করা হয়। রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ড্রেজারটি জব্দ করেছেন।
সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম জানান, মেঘনা নদী থেকে অবৈধভাবে চুম্বক ড্রেজার দিয়ে প্রশাসনের ইজারা বহির্ভুত এলাকা চাঁনপুরে বালু উত্তোলন করা হচ্ছিল। এমন খবর পেয়ে থানা ও নৌ পুলিশের সহায়তায় সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বালু উত্তোলনে জড়িতরা অবৈধ চুম্বক ড্রেজারটি রেখে পালিয়ে যায়। পরে ড্রেজারটি জব্দ করে পান্থশালা ঘাটে স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় রাখা হয়েছে। ড্রেজারের মালিক পক্ষকে পাওয়া গেলে বা না পাওয়া গেলেও আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS