শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সিলেটে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

সিলেটে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার খালের মাধ্যে থেকে ভাসমান এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঠালবাড়ি কান্দি গ্রামে খালের মাধ্যে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত যুবকের নাম নাজিম উদ্দীন (৩২)। সে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঠালবাড়ি কান্দি গ্রামের শহিদুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানায়, উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঠালবাড়ি কান্দি গ্রামে খালে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। তবে মৃত্যুর কারন এখনো স্পষ্ট নয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার (ওসি) তদন্ত মেহেদী হাসান সুমন বলেন, রুস্তমপুর ইউনিয়ন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে আমি স্পটে আছি। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
৩৫ বার ভিউ হয়েছে
0Shares