শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রা:বি: নির্মাণাধীন ভবন ধসে পড়ে-১০শ্রমিক আহত

রা:বি: নির্মাণাধীন ভবন ধসে পড়ে-১০শ্রমিক আহত

কাজী এনায়েত উল্লাহ, রাজশাহী অফিস:

রা:বি: নির্মাণাধীন শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান হলের ছাদ ধসে পড়ে ১০জন শ্রমিক আহত হয়ে চিকিৎসা নিয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ৬ নির্মাণ শ্রমিককে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জের আজাদুল ইসলাম (২৮), সিফাত (২২), রাশেদুল গোদাগাড়ীর সিহাব (২৪) ও সুরাজ । আহত একজনের নাম এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রা:বি:) নির্মাণাধীন এএইচ এম কামারুজ্জামান আবাসিক হলের ১০ তালা ভবনের পাশে আরেকটি অংশে একতলা ভবনের ছাদে কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। এ সময় হঠাৎ ওই ভবনের আরেকটি অংশে একতলার ছাদ ধসে পড়ে। এতে ৬জন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি পরীক্ষা নিরিক্ষা করে দেখা হচ্ছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুলতান-উল-ইসলাম বলেন, ছাদ ঢালাই শেষে সাটারিং ভেঙে গেছে। আহতদের উদ্ধার করা হচ্ছে। এ বিষয়ে পরে জানানো হবে।

২০ বার ভিউ হয়েছে
0Shares