শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাসিক নির্বাচনে ৪ নং ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি

রাসিক নির্বাচনে ৪ নং ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি

কাজী এনায়েত উল্লাহ, রাজশাহী অফিস:

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৪ নং ওয়ার্ডের কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থী আশরাফুল ইসলাম বাবু ও রুহুল আমিন টুনুর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বুধবার দুপুর ১২ টার সময়। ভোট চলাকালীন এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান নিয়েছেন।

কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন টুনু অভিযোগ করে বলেন, এই কেন্দ্র আমার বাসার পাশে হওয়ায় ভোটার উপস্থিতি ব্যাপক হয়। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল ইসলাম বাবু এই ভোট বানচাল করতে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে কেন্দ্রে হামলা চালান। এতে আমার বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন।

ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিলো। এই ঘটনায় ভোটাররা আতঙ্কিত হয়ে কেন্দ্র থেকে চলে গেছেন। বর্তমানে ওই কেন্দ্রে থমথমে অবস্থা বিরাজ করছে।

৩৯ বার ভিউ হয়েছে
0Shares