শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আগমনে তানোর যুবলীগের যোগদান 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আগমনে তানোর যুবলীগের যোগদান 

তানোর প্রতিনিধি: রাজশাহীর চারঘাট বানেশ্বর ডিগ্রি কলেজ মাঠে মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুলে প্রতিবাদ সভার সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আগমন উপলক্ষে তানোর উপজেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের প্রতিবাদ সভা সফল করার লক্ষে যোগদান।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়নার নেতৃত্বে প্রায় ৩০ থেকে ৩৫টি মত মাইক্রো গাড়ির বহর নিয়ে বানেশ্বর জনসভায় যোগদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সাইদুর রহমান সাঈদ,চাঁন্দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান,জেলা যুবলীগের সহসম্পাদক আবু রায়হান তপন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম,গোদাগাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার, যুবলীগ নেতা আনোয়ার হোসেন দুলাল,জাহাঙ্গীর আলম প্রমূখসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।
২৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS