বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সংসদ বাতিল সরকারের পদত্যাগের দাবীতের : সেনবাগে সাবেক বিরোধীদলীয় চীফহুইপ ফারুকের নেতৃত্বে কলো পতারা মিছিল

সংসদ বাতিল সরকারের পদত্যাগের দাবীতের : সেনবাগে সাবেক বিরোধীদলীয় চীফহুইপ ফারুকের নেতৃত্বে কলো পতারা মিছিল

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : সংসদ বাতিল সরকারের পদত্যাগের দাবীতে নোয়াখালীর সেনবাগে কালো পতাকা মিছিল করেছে সেনবাগ উপজেলা ও পৌরসভার বিএনপি এবং সহযোগী সংগঠনে নেতাকমীরা।

মঙ্গলবার বেলা ১১টারদিকে সাবেক বিরোধীদলীয় চীফহুপ ও বিএনপি চেয়ারপার্সসের উপদেষ্ঠা জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে সেনবাগ ডাকবাংলো থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরআগে দলীয় কার্যারয়ের সামনে বক্তব্য রাখেন, জয়নুল আবদিন ফারুক,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী,সেনবাগ পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিন উল্লাহ বিএসসি, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক সেক্রেটারী ফারুক বাবুল ,উপজেলা মহিলাদল সভানেত্রী মনি ,নুরনবী বাচ্চু শহীদুল ইসলাম,পৌরসভা বিএনপিযুগ্ম আহবায়ক হুমাযুন কবির হুমু,কাবিলপুর ইউপি বিএনপি সেক্রেটারী জহিরুল ইসলাম,মোহাম্মদপুর ইউপি বিএনপির সেক্রেটারী ইকরামুল হক সোহাগ,ডমুরু ইউপি বিএপির সভাপতি জসিমউদ্দিন,অজুনতলা ইউপি বিএনপির সেক্রেটারী মোহাম্মদ হারুন,কাদরা ইউপি বিএনপির সেক্রেটারী লিটন,উপজেলা যুবদল আহবায়ক সুলতান সালা উদ্দিন লিটন,পৌর যুবদলের সাবেক সভাপতি মোকারম হোসেন, সেক্রটারী এমাম হোসেন,পৌসভা যুবদল যুগ্ম আহবায়ক নুরনবী রাজু, এমরান হেসেন স্বপন,উপজেলা ছাত্রদল আহবায়ক ছানা উল্লাহ,যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মুজিব,পৌরসভা যুবদল আহবায়ক আলাউদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক কামরুল হাসান তুহিন, উপজেলা শ্রমিকদল সভাপতি বেলাল হোসেন বেলা কমিশানার,সেক্রেটারী হাজী জাফর আহম্মদ,উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি আহছান উল্লাহ,উপজেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি জাহাঙ্গীর আলম চৌধুরী, গাজী খোকন প্রমুখ।

২৫ বার ভিউ হয়েছে
0Shares