শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
বাঘায় ভ্যাগাবন্ড এসোসিয়েশনের বৃত্তির অর্থ ও সার্টিফিকেট প্রদান

বাঘায় ভ্যাগাবন্ড এসোসিয়েশনের বৃত্তির অর্থ ও সার্টিফিকেট প্রদান

ফজলুর রহমান মুক্তা-বাঘা (রাজশাহী) : রাজশাহীর বাঘায় “ভ্যাগাবন্ড এসোসিয়েশন”এর আয়োজনে নুরুজ্জামান সরকার ও রমেনা খাতুন বৃত্তি প্রদান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ফেব্রæয়ারী) সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত উপজেলার হরিণা মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা নিয়ে মেধাতালিকার মাধ্যমে এ বৃত্তির অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়।

“ভ্যাগাবন্ড এসোসিয়েশন” এর আয়োজনে সন্মানিত উপদেষ্টা মন্ডলির সদস্য ও পৃষ্ঠপোষক রফিকুজ্জামানের সহযোগিতায় বাউসা ইউনিয়নের ৫ম শ্রেণির উত্তীর্ণকৃত ১২৬ জন শিক্ষার্থী এ মেধাতালিকা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। প্রধমস্থান অর্জনকারী ৫ হাজার, দ্বিতীয়স্থান অর্জনকারী ৪ হাজার, তৃতীয়স্থান অর্জনকারী ৩ হাজার এবং ৪থ অর্জনকারী ২হাজার, সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৫ম থেকে ২০ জনকে এক হাজার টাকা করে মোট ২৪ জনকে বৃত্তির অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “ভ্যাগাবন্ড এসোসিয়েশন” এর সভাপতি সালাউদ্দিন । এসোসিয়েশনের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামাল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ও এসোসিয়েশনে সন্মনিত সদস্য রফিকুজ্জামান,হরিণা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন, মোঃ হারুনউর রশিদ, মোঃ হাবিবুর রহমান পলান, ডাক্তার আব্দুর রাজ্জাক, মোৎ রুস্তুম আলী,মৌলা বক্্র সহ ভ্যাগাবন্ড এসোসিয়েশন”এর সকল সদ্যস বৃন্দ উপস্থিত ছিলেন। “ভ্যাগাবন্ড এসোসিয়েশনটি” উপজেলার বাউসা ইউনিয়নের তেতুঁলিয়া বাজারে ২০০২ সাল থেকে এর কার্যক্রম শুরু হয়েছে।

৩২৮ বার ভিউ হয়েছে
0Shares