সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জলঢাকায় ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার 

জলঢাকায় ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার 

আনোয়ার হোসেন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী জলঢাকায় ২০০ বোতল ফেন্সিডিল সহ দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার ভোরে জলঢাকা – রংপুর মহাসড়কে ট্রাকটি পাথরের ট্রাক থেকে ২০০ (দুইশত) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। থানা পুলিশ সুত্রে জানা যায়,
নীলফামারী জেলা পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম এর দিক নির্দেশনায় বুধবার ভোরে থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দ্রুতগতির চলন্ত ট্রাকটি বড়ঘাট নামক এলাকায় থামিয়ে  তল্লাশী চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ২ জানকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন হাতীবান্ধা উপজেলার দক্ষিন গড্ডিমারি ইউনিয়নের আওলাদ হোসেনের ছেলে কারিমুল ইসলাম (৩২) ও একই ইউনিয়নের মধ্যধুপলি এলাকার রমজান হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩০)।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম জানান, আসামিদের বিরুদ্ধে জলঢাকা থানায় মামলা করা হয়েছে। মামলা নং ১৩ তারিখ ২৪/১/২৪ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৩(গ)/৩৬(১)  সারনীর ১৪(গ)/৪১. রুজু করা হয়।
১১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS